জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরে সংঘটিত সাম্প্রদায়িক অশান্তির অবসান চাইছে আগরতলার মনিপুরী সম্প্রদায়ের চারটি সংস্থা যৌথভাবে। অবিলম্বে সেই রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করেন মনিপুরী সম্প্রদায়ের লোকেরা। বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত ময়দান থেকে একটি রেলি বের করে প্লেকার্ড হাতে মনিপুরী সম্প্রদায়ের নারী পুরুষ ও যুবারা পশ্চিম জেলাশাসকের অফিসে গিয়ে হাজির হয়। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের হাতে তাদের দাবি সনদ তুলে দিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যৌথ ডেপুটেশনের কনভেনার প্রবীণ সিনহা জানান, অবিলম্বে যদি ভারত সরকার এই হিংসা বন্ধের উদ্যোগ গ্রহণ না করে তাহলে তারা গোটা উত্তর পূর্বাঞ্চলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে।