জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের অন্তর্গত যোগেন্দ্রনগর রেন্টার্স সোসাইটিতে গড়ে উঠেছে মহাত্মা রিসার্চ ফাউন্ডেশন । বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ফাউন্ডেশনের সভাপতি শ্যামল রায় জানান,বর্তমান অগ্নিঝরা বিশ্বে হিংসা উন্মত্ততার মাঝে দাঁড়িয়ে বাপুজির অহিংসা প্রেম ও শান্তির পথই যে একমাত্র বিকল্প একথা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তার প্রেম শান্তি অহিংসার পথে বিশ্ববাসিকে জাগ্রত করা বিবেক মনুষ্যত্বের পথে ধ্বংসমুখ পৃথিবীকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েই আমাদের এই দীন প্রচেষ্টা।
শ্রী রায় আরও জানান, আগামী ২৯শে জুন বিকাল ৩ টায় মহাত্মাজির পাদ দেশেই তাঁর মূর্তির আবরণ উন্মোচিত করবেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি বর্গ ।অনুষ্ঠানের সকলের উপস্থিতি কামনা করেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।