Site icon janatar kalam

পাঁচ দফা দাবি নিয়ে নারী সমিতির ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টুয়েপ প্রকল্পে কাজের শ্রমদিবস বছরে ন্যূনতম ২০০ দিন করা , কাজের মজুরী ৩৪০ টাকা করা এবং কাজের সময়সীমা, সকাল ৮ টা থেকে দুপুর ২ টার থেকে কমিয়ে আনা। সময়মত কাজের মজুরী প্রদান ,ছাঁটাইকৃত শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়া সহ ৫ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রানী সিনহা বলেন অধিকর্তা তাদের বিষয়গুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের গুচরে নেবেন বলে জানিয়েছে।

Exit mobile version