জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলির প্রচার ও প্রসার ঘরে ঘরে পৌঁছাতে পারেনি বিজেপি। যার ফলে গত নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপি দলের বললেন প্রাক্তন বিধায়ক ডা: দিলীপ দাস। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গুছানো শুরু করে দিয়েছে বিজেপি ও তার সব কয়টি অঙ্গ সংগঠন। বিভিন্ন সংগঠনগুলির সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বিজেপি দল।বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর শাসনকালের উন্নয়ন কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দলটি। মঙ্গলবার বড়জলা বিধানসভা কেন্দ্রে বিজেপির সাতটি মোর্চার নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত মোর্চার এক সম্মেলন। সম্মেলনের গুরুত্ব বুঝাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিজিত প্রার্থী ডা: দিলীপ দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর শাসনকালে কেন্দ্র ও রাজ্য জন কল্যাণে কি কি কর্মসূচি রূপায়ণ করেছে, মূলত সে বিষয়বস্তুগুলি সম্পর্কে বিস্তৃত বিবরণ মানুষের ঘরে ঘরে নিয়ে পৌঁছানো হল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিন ডা: দিলীপ দাস আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে যাতে ২৫ হাজারেরও বেশি ভোটে বিজেপি লোকসভার মনোনীত প্রার্থী লিড করতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে বড়জলা মন্ডল বিজেপি ও সাতটি মোর্চার নেতৃবৃন্দ। এদিনের সম্মেলনে বিজেপির সব কটি মোর্চার নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ও পশ্চিম জেলা পরিষদের সদস্য। এই সম্মেলনের মাধ্যমেই ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানা যায়।