Site icon janatar kalam

আগরতলা শহরে ২৫ জুন থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৫ জুন থেকে শুরু হবে আগরতলা শহরকে যানজট মুক্ত করার অভিযান। উচ্ছেদ করা হবে বেআইনি দখলদার ও অবৈধ স্ট্রিট ভেন্ডারদের। স্পষ্ট জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গত পুরসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জঞ্জাট মুক্ত ও পরিচ্ছন্ন আগরতলা উপহার দেওয়া হবে পুর এলাকার ভোটারদের। এবার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ময়দানে নেমেছে পুর নিগম। ২৫ জুন থেকে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামবে নিগম কর্তৃপক্ষ।উচ্ছেদ করা হবে বেআইনি দখলদার ও অবৈধ স্ট্রিট ভেন্ডারদের। শহরে নির্দিষ্ট স্থানে পার্কিং ব্যবস্থা এবং স্ট্রিট ভেন্ডারদের বসার নির্দিষ্ট জায়গা ঘোষণা করবে পুর নিগম। নিগমের আদেশ ছাড়া সমস্ত অবৈধ দোকানদারদের রাস্তা ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। নিগম অফিসে এক সাংবাদিক বৈঠকে মেয়র আরও জানান, পুর নিগমের অন্তর্ভুক্ত বিভিন্ন মার্কেট গুলি বাম আমল থেকেই অনিয়মে চলছে। বকেয়া ভাড়া দিচ্ছে না, বিদ্যুৎ বিল দিচ্ছে না। এরকম বহু দোকানদার রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শীঘ্রই নিগম সার্ভেতে বের হবে। মেয়র জানান স্ট্রিট ভেন্ডারদের জন্য নিগমের নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে। তাদের জন্য নিগম থেকে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে।চার ফুট বাই ছয় ফুট জায়গায় সকাল দশটা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত ব্যবসা করতে পারবে তারা। রাত্রি ১১ টার পরেই শহর ছাড়তে হবে তাদের। পরদিন সকাল দশ টার আগে শহরে ঢুকতে পারবে না। মেয়র দীপক মজুমদার এদিন আরও বলেন, আগরতলা শহরের সার্বিক উন্নয়নের জন্য চাই সমস্ত অংশের মানুষের সক্রিয় সহযোগিতা। শহরের সর্বত্র মিটার অটো চালু করার জন্যও আমরা চেষ্টা করছি। তবে কাউকে চাপ সৃষ্টি করে নয়, সমঝোতার মাধ্যমে বুঝিয়ে শুুঝিয়ে এই ব্যবস্থা চালানোর উদ্যোগ নিয়েছে নিগম |এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত কমিশনার, কর্পোরেটর ও বিভিন্ন জোনের চেয়ারম্যান গন।

Exit mobile version