জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে রাজ্যের চা শ্রমিকদের এক ছটাক জমি দিতে পারেনি, একটি বিপিএল কার্ড দিতে পারেনি , এক টাকা মজুরি বৃদ্ধি করেনি। শ্রমিক দরদের নামে শ্রমিকদের শোষণ করে গেছে তারা। বললেন মন্ত্রী টিংকু রায়।গত ৩৫ বছর এই রাজ্যে একটা জগদ্দল পাথরের সরকার ছিল। যে সরকারটা শ্রমিক কর্মচারীদের শুধুমাত্র শোষণ করে গিয়েছে। আন্দোলনের নামে উদরপূর্তি করেছে নিজেদের। শ্রমিকদের নিয়ে বছরের পর বছর লড়াই আন্দোলনের নামে ঘৃণ্য রাজনীতি করে গিয়েছে। যে রাজনীতির ফলে এখনো মানুষ সর্বহারা হয়ে ভুগছে। রবিবার পি ডব্লিউ ডি এম্প্লয়ীস এন্ড ওয়ার্কার্স সংঘ ,ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী টিংকু রায় এদিন আরও বলেন , বামফ্রন্ট সরকারের শুধুমাত্র কর্মচারী আন্দোলনের মাধ্যমেই ত্রিপুরার একমাত্র সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান জুট মিলটি বন্ধ হয়েছে। বামফ্রন্ট শুধুমাত্র কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করেছে। কখনো এই আন্দোলন করেনি যে, ত্রিপুরায় জুট চাষের উপর সরকারি সহায়তা করতে হবে। কেননা কাঁচামাল উৎপন্ন না হলে, জুটমিল চলবে কি করে। ক্রীড়া মন্ত্রী এদিন বলেন,আমি ক্রীড়া দপ্তরের মন্ত্রী, তারপরেও অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, ক্রীড়া দপ্তরে শুধুমাত্র কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ 80 কোটি টাকা আর ক্রীড়া উন্নয়নের জন্য বরাদ্দ মাত্র ১৭ কোটি টাকা। এটা শুধু পাঁচ বছরে হয়নি,, এটা হয়েছে গত ২৫-৩০ বছরের ধারাবাহিকতায়। কর্মচারীরা শুধুমাত্র নিজেদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করলেই চলবে না আন্দোলন করতে হবে আমি যে জায়গায় কাজ করি সেই কাজটা সুসম্পন্ন করতে।এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের বরিষ্ঠ নেতৃবৃন্দ।