Site icon janatar kalam

সাত দফা দাবিতে সিআইটিইউর ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়া মহকুমায় গরিব মেহনতি মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করা সহ সাত দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিআইডিইউ জিরানিয়া লোকাল কমিটি। কমিটির সম্পাদক তপন দাস অবিলম্বে ব্যাপক কর্মসংস্থানের জন্য জেলা শাসকের নিকট জোর সাওয়াল করেন। বলেন এলাকার গরিব মেহনতি দুঃস্থ মানুষ দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে গত ২রা মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিরোধী দলের কর্মী সমর্থকরা কাজ ও খাদ্যের অভাবে রীতিমতো হাহাকার শুরু করে দিয়েছে। সংশ্লিষ্ট পরিবার গুলিকে চিহ্নিত করে সরকারি সহায়তা প্রদানেরও দাবী জানানো হয়েছে।

Exit mobile version