Site icon janatar kalam

সকলের মিলিত প্রয়াসে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে উঠবে : অর্থমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
নেশামুক্ত সমাজ ও নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের এই প্রচেষ্টাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আজ উদয়পুর টাউনহলে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের মিলিত প্রয়াসে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে উঠবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক নিরুমোহন জমাতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা জয়দীপ দেববর্মা প্রমুখ। বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনের এবারের থিম হচ্ছে ‘আমাদের খাদ্য চাই তামাক নয়’ (উই নিজ ফুড নট টোবাকো)। বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জনসচেতনতা গড়ে তুলতে আজ উদয়পুরে এক বাইক রালির আয়োজন করা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই বাইক র‍্যালির সূচনা করেন। বাইক রেলিটি জামতলা- রমেশ চৌমুহনি- খিলপাড়া মুড়াপাড়া- জয়ন্তী বাজার চন্দ্রপুর- মাতাবাড়ি- নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতলায় এসে শেষ হয়।

Exit mobile version