জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিশ্ব তামাক দিবস কে কেন্দ্র করে রাজধানীর রবীন্দ্রভবন চৌমুহনী থেকে আই এল এস হাসপাতাল এবং সিবি সিসি ক্যানসার হসপিটাল ও ভলেন্টিয়ারী হেল্থ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক রেলির আয়োজন করা হয়। এদিনের রেলিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও আইএলএস হাসপাতালের চিকিৎসকরা। এদিন সংবাদমাধ্যমকে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য জানান তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাছাড়া মরণব্যাধি ক্যান্সার রোগের কারণ হলো এই তামাক, তিনি আরো বলেন যে সমস্ত জায়গাতে তামাক চাষ হচ্ছে সেখানে তামাক চাষ কমিয়ে যদি খাদ্যের চাষ করা হয় তাহলে যে সমস্ত জায়গা গুলিতে খাদ্যের অভাব রয়েছে সেখানে খাদ্যের যোগান দেওয়া যেতে পারে বলে জানান তিনি।