Site icon janatar kalam

ভালো খাদ্য ও পরিস্রুত পানীয় জল এবং পর্যাপ্ত সুব্যবস্থার অভাবে তাণ্ডব লীলা প্রদর্শন করোনা রোগীদের.

তাণ্ডব দেখালো করোনা রোগীরা, ঘটনা রাজধানী আগরতলার ভগৎ সিংহ যুব আবাস কেন্দ্রে. জানা যায় ভালো খাদ্য ও পরিস্রুত পানীয় জল এবং পর্যাপ্ত সুব্যবস্থার অভাব পরিলক্ষিতের ফলেই এই তাণ্ডব লীলা প্রদর্শন করোনা রোগীদের. তাছাড়া তাদের অভিযোগ স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম চ্যানেলে তাদের বিরুদ্ধে খবর প্রকাশ হচ্ছে বলে. এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে ছুটে যায় এসডিএমস প্রশাসনের একটি প্রতিনিধি দল কিন্তু তাদের পক্ষ থেকে ঘটনার বিবরণে কিছু জানা যায়নি. এদিকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া গ্রহণ করার সিদ্ধান্তের ঘোষণা দেন.

Exit mobile version