জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ার বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হওয়া খাদ্যসামগ্রীর মান খতিয়ে দেখতে বাজারে হানা দিল মহকুমা শাসক এবং খাদ্য দপ্তর । সোমবার মহকুমা শাসকের ডি সি এম, খাদ্য দপ্তরের নিয়ন্ত্রক, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সচেতনতামূলক অভিযান সংঘটিত করা হয় । বাজারের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, খাদ্য সামগ্রীর বিক্রির প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকানগুলোতে চলে এই অভিযান এবং অভিযানকালে প্রত্যেক দোকান থেকেই কিছু না কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয় । শেষে তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম বাপ্পাদিত্য রায় জানান, সোমবার হল তেলিয়ামুড়া হাটবার। সাধারণত হাটবারের বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় বেশি থাকে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে যাতে বেশি করে সচেতনতার বার্তা পৌছে দেওয়া যায়, সেকারনেই হাটবারের দিনে এই অভিযান চালানো হয় ।