জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটি প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছর সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজ্ঞান মঞ্চ। রবিবার আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম জগন্নাথবাড়ি রোডে আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছে বলে জানায়।