Site icon janatar kalam

গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে মথা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার উজ্জয়ন্ত প্যালেসে তিপরা মথা দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। দলের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও চলমান আন্দোলন সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এ এদিনের সভায় পৌরহিত্য করেন তিপরা মথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তাছাড়াও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, টিটিএএডিসি, সিইএম,টিটিএএডিসি। এছাড়াও দলের সমস্ত ইএমএস, এমডিসিএস, বিরোধী দলনেতা, সকল বিধায়ক, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন এমডিসিগন।

Exit mobile version