বিগত দিনে রাজধানী আগরতলার প্রধান রেফারেল জি বি হাসপাতাল আইজিএম ও ভগৎ সিং যুব আবাস কেন্দ্রে কোন সংক্রমণ রোগীদের জন্য কবিড কেয়ার সেন্টারব্যবস্থা করা হলেও, যেভাবে রাজ্যে প্রতিনিয়ত করোনা সংক্রমণে সংখ্যা বাড়ার ফলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজধানীর হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গণে ১৫০ শয্যা বিশিষ্ট করোনা সংক্রমণ রোগীদের জন্য কবিড কেয়ার সেন্টার বানানো হয়েছে বলে জানা যায়. তবে রাজ্যের জনগণ যদি সচেতন না হয় রাজ্য সরকারও রাজ্য স্বাস্থ্য দপ্তর যতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন না কেন তার ফলাফল কি হবে সেটা নিয়ে রইল প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে.