Site icon janatar kalam

রাবার চাষীদের সাহায্যে উদ্যোগ মন্ত্রী শুক্লাচনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :* রাবার মিশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে মাঠে নামলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বুধবার শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মন্ত্রী । ২০২৩-২৪ অর্থ বর্ষে রাবার মিশন প্রকল্পে ৮০হেক্টর রাবার এল টি, জোত, পাট্টা প্রাপক, জনজাতি বেনিফিসিয়ারিদের সুবিধা প্রদান সহ ভূমিহীন জনজাতিদের নতুন করে পাট্টা প্রদান করার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে মন্ত্রী শ্রী নোয়াতিয়া । তাছাড়া পিটিজিবি দপ্তরকে কাজে লাগিয়ে রিয়াং জনজাতিদের আরও বেশি করে কিভাবে উন্নয়ন করা যায় এনিয়েও বিশেষভাবে আলোচনা হয়েছে বৈঠকে । বৈঠকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ,বগাফা ব্লকের বি বিডিও দৃতি শেখর রায়, জোলাই বাড়ি ব্লকের বিডিও মানষ ভট্টাচার্য জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক এবং ডিসিএম সহ অন্যান্যরা ।

Exit mobile version