জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ মাস ধরে পারিশ্রমিক পাচ্ছে না শিশু সংরক্ষণাগারের কর্মী সহায়িকারা। অভিযোগ বিগত. ২১-২২ এবং ২২- ২৩ অর্থবর্ষের চলতি মাস পর্যন্ত মোট ১৭ মাস শিশুদের সামান্য জলখাবার ও কর্মী সহায়িকাদের পারিশ্রমিকের টাকা আটকে রয়েছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ পর্ষদের কাছে। প্রসঙ্গত কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদের অধীন রাজ্যে এই প্রকল্প রূপায়িত করে চলেছে সরকারের বাছাইকৃত কিছু এনজিও। এনজিও গুলির মাধ্যমে রাজ্য সমাজ কল্যাণ পর্ষদ সারা রাজ্যে মোট ১৭০ টি শিশু সংরক্ষণাগার খুলেছিল । বর্তমানে শিশুদের জলখাবার ও কর্মী সহায়িকাদের পারিশ্রমিকের টাকা এবং ঘর ভাড়ার টাকার অভাবে প্রায় ৪৫ টি শিশু সংরক্ষণাগার বন্ধ হয়ে গিয়েছে। বাকি ১২৫টি সেন্টারে বর্তমানে আড়াইশো কর্মী সহায়িকা কাজ করছে। অবিলম্বে তাদের বকেয়া না মিটিয়ে দিলে এগুলিও অন্তর্জলী যাত্রায় চলে যাবে। বুধবার পশ্চিম জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অধিকারে ডেপুটেশন প্রদান করেছে শিশু সংরক্ষণাগারের কর্মী সহায়িকারা ।