জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে চাহিদা অনুযায়ী রক্তের যোগান ঠিক রাখতে প্রয়োজন স্বেচ্ছায় রক্তদান শিবিরের। স্বেচ্ছা রক্তদান ছাড়া ব্লাড ব্যাংক গুলির রক্তের চাহিদা পূরণ করা কিছুতেই সম্ভব নয়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীও বিভিন্ন সময়ে সামাজিক সংস্থা, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের কাছে আহ্বান রেখেছে সময়ে সময়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার।মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই স্বেচ্ছায় রক্ত দান করে চলেছেন বিভিন্ন সংগঠন, ক্লাব ও প্রতিষ্ঠান। বর্তমানে রক্তদান একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। বুধবার ত্রিপুরা ন্যায্যমূল্য দোকানপরিচালন সমিতি আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।