Site icon janatar kalam

এলাকাবাসীর ফোন পেয়েই হাজির মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। অভিযোগ জানিয়ে ফোন করেছিল মেয়রকে। খবর পেয়েই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করে পরিদর্শনে বেরিয়ে পড়েন মেয়র দীপক মজুমদার। ঘুরে দেখেন সমস্ত এলাকা। আগরতলা পুর নিগমের অন্তর্গত ৫১ এবং ৪৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত রাজধানীর ঢুকলি এলাকার মেড্ডা চৌমুহনী সংলগ্ন স্থানে অনেকদিন ধরেই বৃষ্টির জলে রাস্তায় জল জমে যায়। বর্ষার সময় মানুষজন চলাফেরা করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। অভিযোগ পুর নিগম থেকে বেশ কয়েকবার রাস্তাটি সংস্কারও করা হয়েছিল। কিন্তু তারপরেও জমে যাচ্ছে বৃষ্টির জল। এই অবস্থা থেকে নিরসনের জন্য সম্প্রতি এলাকার এক ব্যক্তি মেয়র দীপক মজুমদারকে সরাসরি ফোন করেছিল। এলাকাবাসীর ফোন পেয়েই মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটরদের নিয়ে সোজা চলে যান জায়গা পরিদর্শনে।
মেয়র মেড্ডা চৌমুহনী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খুব শীঘ্রই সংস্কার করা হবে সংশ্লিষ্ট এলাকার রাস্তাঘাট গুলি। আগরতলা পুর নিগম সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় এবং স্মার্ট সিটি প্রকল্পে প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট, পানীয় জল, ড্রেইন ইত্যাদি সংস্কারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আগামী কয়েক বছরের মধ্যেই অন্য রূপ নেবে, আগরতলা স্মার্ট সিটি।

Exit mobile version