Site icon janatar kalam

সাইবার ক্রাইম সম্পর্কিত এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী : অধ্যক্ষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সাইবার ক্রাইম সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠান আজ ধর্মনগরে অনুষ্ঠিত হয়। বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন এবং ধর্মনগর পুরপরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বলেন, সাইবার ক্রাইম সম্পর্কিত এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক বিবেক এইচ বি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামল নাথ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন ডিজিট্যাল এক্সপার্ট বাপী সাহা ও অন্যান্যরা। সচেতনতামূলক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, এনএসএস ভলান্টিয়ার্স, জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version