Site icon janatar kalam

আগরতলা কলকাতা স্পেশাল এক্সপ্রেসের সূচনা হলো কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার উন্নয়ন ঘটছে দ্রুত গতিতে, ভারতবর্ষের অন্যান্য রাজ্য গুলোকে টেক্কা দিয়ে উন্নয়নের শিখরে পৌঁছে যাওয়ার দৌড়ে রয়েছে রাজ্য।মানুষের সমর্থন থাকলে আরও দূর এগিয়ে নিয়ে যাবে ডাবল ইঞ্জিন সরকার। বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলা কলকাতা, কলকাতা আগরতলা বিশেষ সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন পুরোপুরি বাতানোকল ট্রেনে রূপান্তরিত হয়েছে। বুধবার থেকে প্রতি সপ্তাহের প্রতি বুধবার আগরতলা স্টেশন ত্যাগ করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে বিশেষ বাতানুকূল এক্সপ্রেস ট্রেন।অনুরূপভাবে প্রতি রবিবার কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে বাতানুকুল এই বিশেষ ট্রেনটি। এর সঙ্গে জুড়বে রাজধানী, তেজস, দুরন্ত, শতাব্দী এবং বন্দে ভারত এক্সপ্রেস এর মত উন্নত মানের লিংক হফম্যান বুশ তথা এল এইচবি কোচ। বুধবার সকাল সাড়ে সাতটায় ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ট্রেনটির সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতি ভৌমিক বলেন ত্রিপুরা এখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর এটা সম্ভব হয়েছে রাজ্যে ও কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার থাকার ফলে। প্রসঙ্গত এই একজোড়া বিশেষ বাতানুকূলসপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চলাচল করবে পূর্বের আগরতলা কলকাতা, কলকাতা-আগরতলা বিশেষ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ধরে। বিশেষ এক্সপ্রেস ট্রেনের সুচি অনুসারে সপ্তাহের প্রতি বুধবার সকাল সাড়ে সাতটায় কলকাতার উদ্দেশ্যে আগরতলা থেকে যাত্রা করবে বিশেষ বাতানোকুল এক্সপ্রেস ট্রেনটি।কলকাতায় পৌঁছবে প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটায়। অন্যদিকে প্রতি রবিবার রাত নয়টা চল্লিশ মিনিটে কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে বিশেষ বাতানুকুল এক্সপ্রেস ট্রেন। আগরতলায় বসবে প্রতি মঙ্গলবার ভোর ৫ঃ১৫ মিনিটে। বুধবার ট্রেনটির সূচনা করে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান মন্ত্রিত্বের নয় বছর পূর্তিতে ত্রিপুরাবাসীর জন্য এই উপহার । এদিন ট্রেনটির সূচনা অনুষ্ঠানে যাত্রীদের যেমন ভিড় ছিল তেমনি ভিড় পরিলক্ষিত হয়েছে উৎসুক জনতার। উপস্থিত ছিলেন এন এফ রেলওয়ে লামডিং এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পি আর কুমার।

Exit mobile version