জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী শহরে অবৈধ পার্কিং সহ শহরের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শহরের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, ট্রাফিক দপ্তরের উচ্চপদস্থ আধিকারীক, পুলিশ আধিকারিক ও বিভিন্ন জোনের চেয়ারম্যানগণ বৈঠকে আলোচনায় অংশ নিয়েছে। শুরুতেই বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরেছেন নিগমের কমিশনার ডা: শৈলেস যাদব। মেয়র দীপক মজুমদার শহরের যানজট সমস্যা নিরসনে ট্রাফিক আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, শহরকে যানজট মুক্ত করতে পেইড পার্কিংয়ের পাশাপাশি ফ্রি পার্কিং জোন ঘোষণা করার জন্যও পরামর্শ দেন নিগমের মেয়রকে।