Site icon janatar kalam

ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব না ঘটার জন্য “DDT” ঔষধ স্প্রে করা হচ্ছে

করুণা ভাইরাস আবহের মাঝে যাতে মারণব্যাধি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব না ঘটে তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে আগাম ভাবে মশার ওষুধ স্প্রে করা শুরু হলো প্রত্যন্ত এলাকাগুলোতে । এখন রাজ্যে চতুর্থ পর্যায়ের লক-ডাউন শেষ হয় আনলক ডাউন ১-র প্রথম পর্যায় চলছে । অন্যদিকে রাজ্যে করুণা আক্রান্তের সংখ্যাও বাড়ছে নিত্যদিন । এই করোনা আবহের মাঝেই যাতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব না ঘটে তার জন্য প্রত্যন্ত এলাকা গুলোতে আগে থেকেই “DDT” ঔষধ স্প্রে করা হচ্ছে । এমনিতেই জুন-জুলাই দুটি মাস ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে প্রতিবছরই । তাই তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে “DDT” ঔষধ স্প্রে করা হচ্ছে । উল্লেখ্য, গত সোমবার তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের অধীনে ‘সুর্দু করকরি’ গাঁও সভা থেকে এই কাজ শুরু হয় ।

Exit mobile version