Site icon janatar kalam

সংস্কার করা হবে পার্ক পরিদর্শনে মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের প্রানকেন্দ্রে অবস্থিত আনন্দময়ী মায়ের মন্দিরের অপর দিকের পার্কটি পরিদর্শনে গেলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা। সংস্কারের অভাবে অপরিছন্ন অবস্থায় পড়ে রয়েছে পার্কটি। রাতে চুরি হয়ে যাচ্ছে পার্কের মুল্যবান সামগ্রী, তাছাড়া গভীর রাতে পার্কটিতে অসামাজিক কাজকর্ম সহ নেশাগ্রস্থদের আড্ডাও বসে বলে এলাকাবাসীদের অভিযোগ। জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। মেয়র আরও জানান, খুব শীঘ্রই সংস্কার করা হবে পার্কটি থাকবে পুলিশের নজরদারি।

Exit mobile version