জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়। সংবাদে প্রকাশ , মঙ্গলবার সকালে বাড়ির লোকদের অগোচরে অনুজ দাস নামের ঐ শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে লিচু কুড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। এদিকে অনুজকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এরপরেই পুকুরের কাছে আসার পর শিশুটির জেঠু সাধন দাস দেখতে পায় অনুজের দেহ পুকুরের জলে ভাসছে । সাথে সাথেই তারা শিশুটিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুজকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেছে। ছোট্ট শিশুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর সুখের ছায়া।