জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপড়া মথার সমস্যা সমাধানে নিয়োগ হয়ে গিয়েছে ইন্টারলোকেটর। মনিপুরে সাম্প্রতিক ঘটনার জন্য ত্রিপুরায় আসতে কয়েক দিন সময় চেয়েছে ইন্টার লোকেটর। তবে দশ মে নয়া দিল্লিতে অমিত শাহের সাথে দেখা করবেন প্রদ্যুৎ কিশোর। মণিপুরের সংঘর্ষ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা। কেননা মণিপুরের হিংসায় এখন পর্যন্ত সাধারণ মানুষরাই , মারা গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন এমএলএ কিংবা মিনিস্টারের গাড়ি নষ্ট হয়নি, তাদের কোনও সম্পত্তিও নষ্ট হয়নি। এজাতীয় হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এ ধরনের ঘটনায় শুধুমাত্র সাধারণ লোকরাই জান মালের ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে। রাজনৈতিক দলগুলি এখনই আলাপ আলোচনার মাধ্যমে এই হিংসা বন্ধ করা উচিত। আমিও ব্যক্তিগতভাবে চাইছি মণিপুরের সাম্প্রদায়িক হিংসা বন্ধ হয়ে শান্তি-শৃঙ্খলা ফিরে আসুক। বললেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। এদিকে রাজ্যে তিপরা মথার গ্রেটার তিপড়া ল্যান্ডের সমস্যা সমাধান ও ইন্টারলোকেটর নিয়োগ প্রসঙ্গে প্রদ্যুৎ কিশোর জানান, রবিবারই কথা হয়েছে ইন্টার লোকেটর একে মিশ্রের সাথে। একে মিশ্র প্রদ্যুৎ কিশোরের কাছে ৩-৪ দিনের সময় চেয়েছেন। কেননা মনিপুরের ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।প্রদ্যুৎ কিশোর জানান, দশ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করবেন তিনি। এদিকে রবিবার মনিপুরে আটকে থাকা ৫০ জন ছাত্রছাত্রীকে নিজে ফ্লাইট ভাড়া দিয়ে আগরতলায় এনেছেন প্রদ্যুৎ। আগামীকাল কেউ আরো বেশ কয়েকজনকে আনবেন বলে জানান। প্রদ্যুৎ কিশোরের ব্যক্তিগত এই উদ্যোগের ভুয়ষি প্রশংসা করেছেন উপজাতি ছাত্রছাত্রীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন বুবাগ্রাকে।এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। প্রসঙ্গত রাজ্য সরকার শনিবার রাতে বিশেষ বিমানে মনিপুর থেকে ছাত্র-ছাত্রীদের রাজ্যে আনার ব্যবস্থা করেছে। রাজ্য সরকারের উদ্যোগে রবিবারও অনেক ছাত্র-ছাত্রী রাজ্যে এসেছে।