Site icon janatar kalam

তেল বাঁচাও গ্যাস বাঁচাও র্মসূচি রুপায়ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেল বাঁচাও গ্যাস বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ওএনজিসি ত্রিপুরা এসেট মানববন্ধন কর্মসূচি পালন করল শনিবার। ও এন জি সি ত্রিপুরা এসেট শুরু থেকেই প্রাকৃতিক গ্যাস ও তেলের অপচয় রোধে বিভিন্ন কর্মসূচি রুপায়ন করে চলেছে। তার মধ্যে মানববন্ধন কর্মসূচিটি হল অন্যতম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনৈক ওএনজিসি আধিকারিক জানান, প্রাকৃতিক গ্যাস ও তেল সারা পৃথিবীতেই সীমিত সংখ্যক উৎপন্ন হচ্ছে। তার অপচয় রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে মানুষ আরও সমস্যার সম্মুখীন হতে হবে।

Exit mobile version