রবিবার কংগ্রেস নেতা সুবল ভৌমিক নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন, এদিন শ্রী ভৌমিক আগামীকাল থেকে রাজ্যে শুরু হতে চলা পঞ্চম দফা লক ডাউন এবং সরকারের পক্ষ থেকে জারি হওয়া কার্ফু ও সরকারি এককালীন অনুদান নিয়ে তুলোধোনা করলেন রাজ্য সরকারকে. তিনি বলেন কেন্দ্র থেকে গরিব মানুষের সাহায্যার্থে যে অর্থ গুলো আসছে রাজ্য সরকারের কাছে সেগুলো সরাসরি এককালীন গরিব মানুষদের মধ্যে বন্টন না করে রাস্তা ধরিয়ে দিচ্ছে ব্যাংকের, কিন্তু ব্যাংক থেকে তো লোন সবাই নিতে পারে না, সেজন্য তিনি দাবি রাখেন অনুদান গুলি যেন সরাসরি গরিব শ্রেণীর মানুষদের মাঝে বন্টন করা হয়. পাশাপাশি তিনি এদিন আরও বলেন রাত ৯টা থেকে সকাল পাঁচটা অবধি জারি হওয়া কার্ফু নিয়ে বলেন দিনে ঘুমায় রাতে জাগে করোনা এই নিশাচর প্রাণী কোরোনাকে নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনাহীন পদক্ষেপে করোনা দেশে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে বলেও বক্তব্য রাখেন তিনি.