Site icon janatar kalam

১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে ব্লাড মাউথ ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্লাড মাউথ ক্লাবের সাংস্কৃতিক শাখা ও বিএমসি কালচারাল একাডেমীর উদ্যোগে ১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে রবীন্দ্র মুখ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার।সোমবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন ক্লাব সম্পাদক।প্রতিযোগিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংগীত, ধ্রুপদী সংগীত, নৃত্য,কোরিওগ্রাফি নিত্য, নাটক, বাচিক, আবৃতি, ছবি অংকন ও কাগজ দিয়ে হস্তশিল্প। ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ক্লাবের সাংস্কৃতিক শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

Exit mobile version