Site icon janatar kalam

কাজ নেই খাদ্য নেই এগুলি CPIM দলের গদবান্দা শ্লোক, CPIM দলে ঢোকার সময় এই শ্লোক শিখিয়ে দেওয়া হয় : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির নির্দেশেই সারাদেশে সাংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। সেই মোতাবেক ত্রিপুরার তিন জেলায় রাজ্য সরকারের সহযোগিতায় তিনটি স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। চলতি মাসে বিজেপি সর্বভারতীয় কমিটির নির্দেশে সারাদেশে রাজ্যসভার সাংসদরা সাংসদ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। সে অনুসারে ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার মোহনপুর, খোয়াই জেলার খোয়াই, এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে তিনটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্য সরকারের সহযোগিতায় সাংসদ স্বাস্থ্য শিবির গুলিতে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ দেশের প্রথিতযশা চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। স্বাস্থ্য শিবির গুলি সাফল্য হওয়ায় রবিবার সাংসদ বিপ্লব দেবের সরকারি আবাসে সাংবাদিক বৈঠকে বিস্তৃত তথ্য তুলে ধরেছেন।এদিকে বিপ্লব দেবের এই উন্নয়ন কর্মসূচির এবং প্রশংসনীয় উদ্যোগের সমালোচনায় পঞ্চমুখ রাজ্যের উন্নয়নের ধজাধারিরা। তাদের চোখে যেকোনো উন্নয়ন কাজের প্রশংসার আগে সমালোচনা চলে আসে এটাই তাদের পরম্পরা। এ দিন বিপ্লব দেব বলেন, রাজ্যের একটি সংবাদ মাধ্যম তার স্বাস্থ্য শিবিরের সমালোচনায় মেতে উঠেছেন। বিপ্লব দেব ওই সংবাদ মাধ্যমকে সুবুদ্ধি দেওয়ার জন্য ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে প্রার্থনা করেছেন। সম্প্রতি সিপিআইএম দলের করা এক অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দিন বিপ্লব দেব জানান , কাজ নেই খাদ্য নেই এগুলি সিপিআইএম দলের গদবান্দা শ্লোক, সিপিআইএম দলে ঢোকার সময় এই শ্লোক শিখিয়ে দেওয়া হয়,আর সিপিআইএম দলের নেতাকর্মীরা মৃত্যু পর্যন্ত এই শ্লোক আউড়িয়ে যাওয়াই তাদের কাজ। এদিন সাংসদ বিপ্লব দেব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রশাসনেরও উচ্চপ্রশংসা করেছেন। বলেন রাজ্যের উন্নয়নের ধারা দ্রুতগতিতে চলছে।ভবিষ্যতে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে।

Exit mobile version