জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ -২৩ বছরে প্রায় ৪২ হাজার ৪০০ ইউনিট রক্ত দেওয়া হয়েছে রাজ্যে এই প্রথম ত্রিপুরাতে এত বেশি ইউনিট রক্ত দান করা হয়েছে।রবিবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রে কৃষি স্নাতকদের ৫২ তম বার্ষিক সম্মেলনের পাশাপাশি এক মেগা রক্তদান শিবিরে এই কথা গুলো বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করে চলছেন আর তাতে সার্থকতা ও আসছে বলে সংবাদ মাধ্যমকে জানান। ৫২ তম কৃষিস্নাতকদের বার্ষিক সম্মেলন ও মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলনাথ তাছাড়া উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা এইদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান দেশের প্রধানমন্ত্রী ২০১৪ সালে ৩ অক্টোবর মন কি বাত অনুষ্ঠান শুরু করেছিলেন আজ ১০০ তম পর্বে পৌঁছেছে দেশের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা সারা দেশবাসী জানতে পেরেছে তাতে দেশের প্রভূত উন্নতি হয়েছে।