Site icon janatar kalam

খাদ্যের জন্য হাহাকার করছে গ্রাম পাহাড়ে : জিতেন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন উত্তর পরিস্থিতিতে বিভিন্ন জেলা মহকুমা সফর করছে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার লংথরাইভেলি সহ গ্রাম পাহাড়ের চিত্র ঘুরে দেখে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সরকার ও এডিসির প্রশাসন মথাকে একপ্রকার তুলোধুনো করলেন। বলেন, গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের জন্য হাহাকার করছে মানুষ। অবিলম্বে রাজ্য প্রশাসন সাধারণ গরিব মানুষের দিকে না তাকালে অভুক্ত মানুষ বেঘুরে মরতে হবে।

Exit mobile version