জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গন্ডাছড়া মহকুমার ডি ডব্লিউ এস অফিসে তালা ঝোলালো প্রমিলা বাহিনী। অভিযোগ শুধুমাত্র ডি ডব্লিউএস অফিসের একশ্রেণীর আমলা আধিকারিকদের দৌলতে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে। গন্ডাছড়া মহকুমার ৬০কার্ড এবং হরিপুর এলাকায় দীর্ঘ৬মাস ধরে জল নেই। সম্প্রতি পানীয় জলের দাবিতে স্থানীয় মানুষ একবার রাস্তা অবরোধও করেছিল। তখন এসডিও এলাকাবাসীকে জল সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। যার ফলে সোমবার ক্ষুব্ধ জনতা সকাল দশটায় অফিস খোলার সঙ্গে সঙ্গেই তালা ঝুলিয়ে দেয়।