Site icon janatar kalam

রাজ্যে নির্বিঘ্নে সম্পন্ন হলো ঈদ উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দুনিয়ার মুসলিম জাহানের সঙ্গে ত্রিপুরায়ও শনিবার মুসলিমদের অন্যতম পবিত্র উৎসব ঈদুল ফিতর ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের সব মসজিদে এদিন নামাজ আদায় করেছেন মুসলিম সম্প্রদায়ের জনগণ। শহরের শিবনগর গেদু মিয়ার মসজিদের ঈদগাহ ময়দানে এদিন কেন্দ্রীয়ভাবে নামাজ আদায় করা হয়। অপরদিকে বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসলিম ধর্মাবলম্বী জনগণ ঈদের নামাজ আদায় করেন।.সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গেদু মিয়ার মসজিদের ইমাম সাহেব জানান এক মাস রোজা শেষে তাদের এই ঈদ ও ঈদের নামাজ আদায় করা হয়।পাশাপাশি শান্তি শৃঙ্খলা ও সকলের মধ্যে মেল বন্ধন ও মঙ্গলের জন্য দোয়া করা হয়।

Exit mobile version