Site icon janatar kalam

অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভিড় জমেছে শ্যামসুন্দরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানীর সবকটি স্বর্ণের দোকানে ভিড় জমছে উপচে পড়া। শাস্ত্রে কথিত আছে শুভ অক্ষয় তৃতীয়ায় স্বর্ণের গয়না কেনা ভালো। মূলত এই তিথিতে যে যাই কেনাকাটা করে তাহাই অক্ষয় হয়ে থাকে। আর এই প্রবাদের ওপর ভর করে প্রত্যেকেই কেনাকাটায় ব্যস্ত হয়ে ওঠে। এ বছর স্বর্ণের দোকানগুলির মধ্যে সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হয় রাজধানীর স্বনামধন্য স্বর্ণ প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্সে। তবে এবছর স্বর্ণের দাম একটু বেশি হলেও ক্রেতা সাধারণ কেনাকাটা করছে ভালই। ক্রেতা সাধারণ কিছুটা কম হলেও কেনাকাটার রেশিওতে গতবারের মতোই হচ্ছে বিক্রি। জানিয়েছেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা।

Exit mobile version