জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার জন্য রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আগরতলা শহরে অভিনন্দন মিছিল সংঘটিত করল আম আদমি পার্টির কর্মীরা। সোমবার দলের রাজ্য কার্যালয় থেকে এই অভিনন্দন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ থেকে প্রায় ১০ বছর আগে ভারতের মাটিতে দেশবাসীকে সুশাসন উপহার দেওয়ার প্রত্যাশা নিয়ে তৈরি হয় আম আদমি পার্টি। ইতিমধ্যে দিল্লি শহর দেশের আরো একটি রাজ্য পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে তারা। অন্যান্য রাজ্য সাংগঠনিক শক্তি ক্রমশ বৃদ্ধি লাভ করে চলেছে এই দল। সম্প্রতি আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হয়। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচন গুলিতে প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতেই দলটি এই স্বীকৃতি লাভ করে। আর তাতে আপ্লুত দলের নেতা কর্মী সমর্থকরা।তবে পার্বত্য এই রাজ্যে আম আদমি পার্টি এখনো পর্যন্ত কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও, সাইনবোর্ড সর্বস্ব দলে থেকে শক্তি বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে দলীয় কর্মীরা। এর মধ্যেই জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার সুবাদে সোমবার রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আগরতলায় অভিনন্দন মিছিল সংঘটিত করে দল। যার নেতৃত্ব দেন দলের রাজ্য কো অর্ডিনেটর সুমন কুমার দেব।