জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা তথা টিআরবিটির উদ্যোগে ২০২২ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা। আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর সংখ্যক বেকার যোগ্যতা সম্পন্ন যুবক-যুবতী এই পরীক্ষায় বসে। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে ছিল অসংখ্য ভুল। এনিয়ে প্রত্যাশা মত ফলাফলে দ্বিধাগ্রস্ত এখন পরীক্ষার্থীরা। তাই পরীক্ষায় ভুল প্রশ্নপত্রের সংশোধন করে স্টার প্রদানের দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করে চলেছে পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ অতীতেও ভুল প্রশ্ন পত্রের জন্য স্টার প্রদান করা হয়েছে। তাই পরীক্ষার্থীদের স্বার্থে এবারও যেন সেই উদ্যোগ গ্রহণ করে টিআরবিটি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বেকার যুবক-যুবতীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সুফল নেই। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন এখন তারা। মনের মধ্যে একরাশ হতাশা নিয়ে সোমবার ফের আরো একবার টি আর বি টির চেয়ারম্যানের দ্বারস্থ হবার চেষ্টা করে। কিন্তু এদিন পরীক্ষার্থীদের অভিযোগ কিংবা বক্তব্য কোন অবস্থাতে যেন শুনতে নারাজ চেয়ারম্যান। এক প্রকার তাড়িয়ে দেওয়া হয় তাদের। এমনটাই অভিযোগ এনে পরীক্ষায় ভুল প্রশ্নপত্রের সংশোধন করে স্টার প্রদান করার দাবিতে এদিন শিক্ষা ভবনের সামনেই বিক্ষোভ প্রদর্শনের সামিল হলেন পরীক্ষার্থীরা। কর্তৃপক্ষের এধরনের ভূমিকায় এখন হতাশায় ভুগছেন যুবক-যুবতীরা।