জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহু লড়াই সংগ্রাম করে অবশেষে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে সরকারের কাছ থেকে নিজেদের দাবি আদায় করতে সক্ষম হয়েছিলেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। রাজ্য সরকার সবাইকে একসাথে নিয়োগ করার ফলে তারা বর্তমানে বিভিন্ন স্কুলে পেশাগত দায়িত্ব পালন করছেন। আর এই পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই এবার সামাজিক কর্তব্য হিসেবে স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করতে চলেছেন টেট উত্তীর্ণ নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। আগামী ২৩ এপ্রিল আগরতলা প্রেসক্লাবে নতুন এই শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সদ্য শিক্ষকতার পেশায় নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনের এই মহতী কর্মসূচিকে সার্থক করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।