জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের জন্য রাজ্যের হাসপাতাল গুলির ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল রক্তের স্বল্পতা। তাতে করে ব্যাহত হচ্ছিল মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সব অংশের মানুষদের প্রতি আহ্বান রাখেন ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা দূরীকরণে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার।মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠন ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়োজন করে চলেছে স্বেচ্ছা রক্তদান শিবিরের। এতে করে রাজ্যে এখন যেন চলছে রক্তদানের উৎসব। আর এই উৎসবে এবার নিজেদের যুক্ত করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ব্যাংকের ১২৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ আয়োজন করল মেগা রক্তদান শিবিরের। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি সার্কেল হেড মানসিজ চক্রবর্তী, এজিএম দেওকরন সিং, নাবার্ডের জিএম লুকেন দাস, আর বি আই আগরতলা শাখার এ জি এম মনোজ মন প্রমূখ।