জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। যা এই অঞ্চলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটি ভালো দিক। আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলে উদয়পুর-মেলাঘর সড়কের উন্নীতকরণ এবং ২০ শয্যা বিশিষ্ট লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল সম্প্রসারণের ভার্চুয়ালি উদ্বোধন করে কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী (ডোনার) জি কিষাণ রেড্ডি একথা বলেন। অনুষ্ঠানে এছাড়াও তিনটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। এই প্রকল্পগুলি হলো- মনু বনকুলস্থিত ধম্মদীপা স্কুলের বালিকা আবাস, আগরতলার রামনগরস্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ের ভবন-কাম-শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও উদয়পুরের ফুলকুমারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুতগতিতে উন্নয়নের দিশায় এগিয়ে চলছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদের পাশাপাশি শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ রয়েছে। এগুলিকে কাজে লাগিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। এছাড়াও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বরিষ্ঠ আধিকারিকগণ এখন থেকে নিয়মিত উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলি পরিদর্শন করবেন এবং উন্নয়নের রূপরেখা তৈরি করবেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল, সড়ক, বিমান ও জলপথের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব সহ কাজ করছে। রেল যোগাযোগের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বর্তমানে ৭৮ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ করছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মোট ১৭টি বিমানবন্দর চালু রয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী বলেন, সড়কপথ ও জলপথের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে। শিল্প স্থাপন সহ পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে কর্ম পরিকল্পনা তৈরি করে কাজ করার জন্য বলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী।