জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশজুড়ে চলছে সপ্তাহব্যাপী নানা সমাজ সেবামূলক কর্মসূচি। গত ৬ এপ্রিল প্রতিষ্ঠা দিবসের দিন থেকে বিজেপি ও তার গণসংগঠন গুলির উদ্যোগে রাজ্যেও চলছে সেবাহী সপ্তাহ নামে নানা কর্মকাণ্ড। প্রায় প্রতিদিনই মন্ডল ও রাজ্য স্তরে দলের কার্যকর্তারা সংঘটিত করে চলেছেন সাফাই অভিযান, বৃক্ষরোপণ, রক্তদান শিবিরের। এবার এই কর্মসূচিতে শামিল হল বিজেপি মহিলা মোর্চার প্রদেশ নেতৃত্ব। মঙ্গলবার আগরতলা বটতলায় শিব শনি মন্দির চত্বরে মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা, আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস তথ্য সহ রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। সাফাই অভিযানকে কেন্দ্র করে সংগঠনের কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা।