Site icon janatar kalam

শ্রমজীবী অংশের মানুষের পাশে দাঁড়ালো অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার্স সংগ্রাম সমিতি

রাজ্যে এই বিপন্ন মুহূর্তে শ্রমজীবী অংশের মানুষরা বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে আছেন, তাঁদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার্স সংগ্রাম সমিতি উদ্যোগে এক কর্মসূচি নেওয়া হয়েছে. কর্মসূচিতে মাননীয় হাই কোর্ট ও মাননীয় সুপ্রিম কোর্টের ৭ জন এডভোকেটের প্রতিনিধি দলের সহযোগিতায় আজ ৪০ জন শ্রমজীবী মানুষদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের আইনি জটিলতাগুলো শুনবেন এবং তা থেকে রেহাইয়ের পথের সন্ধান ও দেবেন আইনজীবীরা. এদিনের কর্মসূচি থেকে সংগঠনের সভাপতি শ্রমজীবী মানুষদের সাহায্যার্থে তাঁদের এই কর্মসূচি আগামীদিনেও জারি থাকবে বলে জানান.

Exit mobile version