Site icon janatar kalam

পুনমূল্যায়নের দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করলেন পরীক্ষার্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা উদ্যোগে সম্প্রতি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় শিক্ষক নিয়োগের যোগ্যতা সম্পন্ন পরীক্ষা। কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে ভাষাগত সমস্যা সহ ছিল নানা ত্রুটি। প্রশ্নপত্রে ২৩ টি প্রশ্নই ছিল ত্রুটিযুক্ত। এমনটাই অভিযোগ পরীক্ষার্থীদের। তাই ত্রুটিযুক্ত প্রশ্নগুলির মার্কস প্রদানের দাবি নিয়ে পরীক্ষার্থীরা দারস্ত হয়েছিলেন টিআরবিটির চেয়ারম্যানের। সেদিন বোর্ড কর্তৃপক্ষ মাত্র এক দুটি ক্ষেত্রে ত্রুটির কথা স্বীকার করলেও অধিকাংশ প্রশ্ন সম্পর্কে ছিলেন নীরব। তাই বিষয়টি শিক্ষা মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাবার জন্য পরীক্ষার্থীরা চেষ্টা করেও ব্যর্থ। পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তারা। এরপরেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তর পরীক্ষার্থীদের দাবি নিয়ে নিরব। তাই অভিযোগ গুলির সততার প্রমাণাদি সহ আবারো পুনমূল্যায়নের দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করলেন পরীক্ষার্থীরা। সোমবার পরীক্ষার্থীদের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক এর সাথে দেখা করে তাদের দাবি ও অভিযোগ পুনরায় তুলে ধরেন। পরীক্ষার্থীদের অভিযোগ, ভুলে ভরা প্রশ্ন এবং ভাষাগত সমস্যার কারণে বহু পরীক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারবেনা। এর জন্য তারা দায়ী নয়। তাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Exit mobile version