Site icon janatar kalam

বিজেপি বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশ জুড়ে চলছে কেন্দ্রের শাসকদল বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেবাহী সপ্তাহ নামে নানা সামাজিক কর্মকাণ্ড। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্যেও চলছে এখন নানা কর্মসূচি। বিজেপি ও তার গণসংগঠন গুলির উদ্যোগে পৃথক পৃথকভাবে চলছে রক্তদান, বৃক্ষরোপণ, সাফাই অভিযান, হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ। গত ৬ এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন থেকে গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে ধারাবাহিকভাবে এসব সামাজিক কর্মসূচি। যে কর্মসূচি অব্যাহত রাখল বিজেপি বড়দোয়ালী মন্ডলও। ইতিমধ্যেই মন্ডলের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সপ্তাহের প্রথম দিন মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান। এদিন মন্ডল সভাপতি সঞ্জয় সাহার নেতৃত্বে দলের কার্যকর্তারা সাফাই করলেন আগরতলা পশ্চিম থানা, পোস্ট অফিসসহ আশপাশ এলাকা। এই সাফাই অভিযান কর্মসূচিতে ঘিরে দলীয় কার্যকরতাদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Exit mobile version