Site icon janatar kalam

মেয়রের নেওয়া উদ্যোগে খুশি ক্ষুদ্র মাঝারি অস্থায়ী ব্যবসায়ীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় রাজধানীর শকুন্তলা রোড ও জ্যাকসান গেইট সংলগ্ন রাজপথে চলছে এখন চৈত্র মেলা। গেল বছরের মতো এবারও সম্পূর্ণ বিনা পয়সায় ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারেন তার উদ্যোগ নেয় পৌর নিগম। এতে করে স্বাভাবিকভাবে খুশি ক্ষুদ্র মাঝারি অস্থায়ী ব্যবসায়ীরা। চৈত্র মেলায় সরকারি তথ্য অনুযায়ী মোট ব্যবসায়ী রয়েছেন ৫৩৮ জন। প্রত্যেকেই বিনা পয়সায় বিভিন্ন সরঞ্জাম বিক্রির উদ্দেশ্য নিয়ে শামিল হন এই মেলায়। প্রশাসনিকভাবে আয়োজনের নেই কোন খামতি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে মেলা। তাই মেলার সময়সীমা যত এগিয়ে আসছে ততই যেন উপচে পড়া ভিড় বাড়ছে মেলা চত্বরে। রবিবার সরকারি ছুটির দিন সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মেলা চত্বর পরিদর্শন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে। এদিন পরিদর্শনকালে মেয়র ব্যবসায়ীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। শুধু তাই নয় মেয়র এই দিন ক্ষুদ্র মাঝারি অস্থায়ী ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট জল। মেয়রের এই ভূমিকাই স্বাভাবিকভাবে খুশি ব্যবসায়ীরা।

Exit mobile version