Site icon janatar kalam

সমাজকে পরিবর্তন করার জন্য যারা এগিয়ে আসবে তাদের পাশেই থাকবে এই সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির। মানবসেবার অন্যতম মহতী এই কর্মসূচিতে শামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি সামাজিক সংগঠনগুলিও। তাই প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় চলছে, রক্তদান শিবিরের আয়োজন। শনিবার ফের আরো একবার এমনটা দেখা গেল আগরতলা প্রেসক্লাবে। এদিন সামাজিক সংস্থার স্পন্দনের উদ্যোগে সেখানে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই স্পন্দনের এই উদ্যোগ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করে এবং উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজকে পরিবর্তন করার জন্য যারা এগিয়ে আসবে তাদের পাশেই থাকবে এই সরকার। সরকার এই দিশাতেই এখন কাজ করে চলেছে। সমাজের প্রতিটি অংশের মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজ্য সরকার।

Exit mobile version