জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কোভিড পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া সিপাহীজলা জেলার কমলাসাগর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগরের সীমান্ত হাট দুটি পুনরায় চালু করার লক্ষ্যে রাজ্যসভায় উত্থাপিত বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীমতি অনুপ্রিয়া পাটিল জি ও কেন্দ্রীয় সরকারের প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যসভা সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব। এই সীমান্ত হাট গুলি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু এবং বহু মানুষের জীবন-জীবিকার উৎস বলে মনে করেন সাংসদ বিপ্লব কুমার দেব।