Site icon janatar kalam

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে রাজীব ভট্টাচাৰ্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও চলছে এখন সামাজিক সপ্তাহ ন্যায় নামে নানাহ কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপি ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। রাজধানীর চন্দ্রপুর বাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ সহ বিশিষ্টজনেরা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবছর দলের হাই কমান্ড দেশব্যাপী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক সপ্তাহ ন্যায় নামে নানা সামাজিক কর্মকান্ড সংঘটিত করার সিদ্ধান্ত নেয়। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্যেও চলছে এখন বিজেপি ও তার বিভিন্ন গণসংগঠনগুলির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন সকালে চন্দ্রপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হলো এই স্বচ্ছ ভারত অভিযান।

Exit mobile version