জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস সারা দেশেই দলীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবছর দলের হাইকমান্ড দেশব্যাপী সামাজিক সপ্তাহ ন্যায় নামে নানা কর্মসূচির আয়োজন করে। যে কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা হলো প্রতিষ্ঠা দিবসের দিন থেকে। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপিত। সকালে কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কৃষ্ণনগর স্থিত পার্টির প্রদেশ কার্যালয় প্রাঙ্গনে। এছাড়াও প্রতিটি মন্ডল বুথ স্তরে সকালে দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনটি উদযাপন করল কার্যকর্তারা। পার্টির প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এক ঝাঁক প্রদেশ নেতৃত্ব সহ কার্যকর্তারা। পরে প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কার্যকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনেন প্রত্যেকে।