জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৎস্য দপ্তরের পর, এবার প্রাণিসম্পদ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। গুরুত্বপূর্ণ এই বৈঠকে জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরাও অংশগ্রহণ করেন। রাজ্যে চাহিদার তুলনায় মাছ মাংস দুধ ডিম উৎপাদনে খানিকটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি দূরীকরণের লক্ষ্যে এবার তৎপর হলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। গত দিন মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠকের পর এবার প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসলেন তিনি। বুধবার আগরতলা গোর্খাবস্তি স্থিত দপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। এতে রাজ্য স্তরের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মহকুমাস্তরের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা। মূলত রাজ্যকে মাছ-মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংবর করে তোলার লক্ষ্যেই এদিনের বৈঠক। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের বর্তমানে মাংস দুধ ডিম উৎপাদনে কি পরিস্থিতি রয়েছে এবং এর চাহিদা রয়েছে কতটুকু তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রামীন এলাকার মানুষদের আর্থিক দিক দিয়ে স্বয়ংবর করে তোলার ক্ষেত্রে এই দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাধারণ মানুষকে আর্থিক দিক দিয়ে বুনিয়াদি করে তোলার মধ্য দিয়ে চাহিদা অনুযায়ী মাংস দুধ ডিম উৎপাদনে সামঞ্জস্য রাখার উপর গুরুত্ব দেওয়া হয় এদিনের বৈঠকে।