চরিলাম বিজেপি কার্যালয় উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী চরিলাম প্রতিনিধি শুক্রবার বিকেলে চরিলাম মন্ডল কার্যালয়ের নতুন পাকা বাড়ি উদ্বোধনের পতাকা উত্তোলন করেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। পার্টি অফিসে ফিতা কাটেন সিপাহী জলা জেলা বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ পার্টি অফিসের ভিতরে প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্ত্রী এছাড়া চরিলাম মন্ডল কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চরিলাম মন্ডল সভাপতি রাজ কুমার দেবনাথ বিএসসি চেয়ারম্যান রাজিব দেববর্মা প্রাক্তন মন্ডল সভাপতি তাপস দাস এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে লকডাউন এর মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ চরিলাম নতুন মন্ডল কার্যালয়ের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী বলেন আমাদের ঘর বড় রয়েছেঃ লোক সংখ্যা বেড়েছে তাই মন্ডল কার্যালয় কেউ বড় করতে হয়েছে পার্টি অফিসে শুধু কর্মীরাই বসবে না সকলে এসে পার্টি অফিসে বসতে পারবে এটা অন্যান্য সংগঠনের মতো বিজেপি সংগঠন নয় একথা তিনি সংবাদমাধ্যমের কর্মীদের জানান লকডাউন এর ফলে বৃহৎ আকারে মন্ডল কার্যালয় উদ্বোধন লোক জমায়েত করা হয়নি সামাজিক দূরত্ব বজায় রেখে চরিলাম মন্ডল কার্যালয় নতুন ভবনের সূচনা হয়